• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

রাদুকানুকে হারিয়ে সেমিতে শিয়াতেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৩:৩২ পিএম
রাদুকানুকে হারিয়ে সেমিতে শিয়াতেক
শিয়াতেককে (ডানে) অভিনন্দন জানাচ্ছেন পরাজিত খেলোয়াড় রাদুকানু। ছবি : সংগৃহীত

এমা রাদুকানু স্টুটগার্ট ওপেন থেকে ছিটকে গেছেন বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা ইগা সুইয়েটেকের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে। দীর্ঘ ১৯ মাস পর ডব্লিউটিএ আসরে খেলতে নেমে খুব সুবিধা করতে পারছেন না রাদুকানু।

ব্রিটেনের রাদুকানু গত বছরের গোড়ার দিকে ইনজুরি আক্রান্ত হন। এরপর এখন তিনি পুরোপুরিভাবে কোর্টে ফেরার চেষ্টা করছেন।

পোল্যান্ডের ক্লে-কোর্ট বিশেষজ্ঞ শিয়াতেকের  বিরুদ্ধে তীব্র লড়াই করেও সরাসরি ৬-৭ ও ৩-৬ সেটে হেরে যান।

এই টুর্নামেন্টে শিয়াতেক টানা ১০ ম্যাচে অপরাজিত রয়েছেন। তিনি সেমিফাইনালে কাজাখস্তানের চতুর্থ বাছাই এলেনা রাইবাকিনার মুখোমুখি হবেন।

২১ বছর বয়সী ব্রিটেনের রাদুকানু গত সপ্তাহে বিলি জিন কিং কাপে ফ্রান্সকে পরাজিত করতে বিরাট ভূমিকা রাখেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্টুটগার্ট আসরে শিরোপা জয় করেছিলেন রাশিয়ার মারিয়া শারাপোভা। এরপর প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনটি স্টুটগার্ট ওপেন শিরোপা জেতার সম্ভাবনা সৃষ্টি করেছেন ২২ বছর বয়সী শিয়াতেক। তিনি গত দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছেন।

 

 

Link copied!