• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দুবাই যাচ্ছেন সাকিব আল হাসান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৯:৪১ পিএম
দুবাই যাচ্ছেন সাকিব আল হাসান
ফাইল ছবি

ব্যস্ততা যেন শেষ হচ্ছে না সাকিব আল হাসানের। কিছুদিন আগে কানাডার গ্লোবাল লিগ খেলা সাকিব বর্তমানে এলপিএলে ব্যস্ত সময় পার করছেন। চলতি মাসের শেষ দিকে জুয়েলারির শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন সাকিব। এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ তথ্য জানান।  মূলত, ২০ আগস্ট একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে দুবাই যাবেন সাকিব।

ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘বিশ্বখ্যাত গোল্ডমার্কেট দুবাইয়ে আমি সাকিব আল হাসান আসছি ২০শে আগস্ট। এনআরআই জুয়েলার্সের হোলসেল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে। অফিস নং-৩১১, সেরিনা প্লাজা, বিল্ডিং-৩, ডেরা ইনরিচ প্রজেক্ট, ডেরা গোল্ড সুক মেট্রো স্টেশনের পাশে।’

তিনি আরও বলেন, ‘এনআরআই জুয়েলারিতে পাবেন হোলসেল প্রাইজে টিটি বার, কিলোবার, আউন্স ও বিপুল পরিমাণ জুয়েলারির সমাহার। বিশেষ আকর্ষণ থাকছে বাই করলে সেটা সেলও করতে পারবেন এনআরআই জুয়েলারিতে। আপনি আসছেনতো? দেখা হচ্ছে ২০ আগস্ট সন্ধ্যায় এনআরআই জুয়েলরির অফিস উদ্বোধন অনুষ্ঠানে।’

এর আগে গত ১৫ মার্চ আরাভ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই গিয়েছিলেন সাকিব। যেটা নিয়ে দেশজুড়ে হয় অনেক সমালোচনা। কারণ ওই দোকানের মালিক ছিলেন বাংলাদেশি পুলিশ সদস্য হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!