• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

গফরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০৯:৩৮ পিএম
গফরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃষ্টির মধ্যে উঠান থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে হাসিনা আক্তার (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিনা আক্তার ওই এলাকার গ্রাম পুলিশ কাঞ্চন মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে বৃষ্টি শুরু হলে হাসিনা আক্তার গরু আনতে ঘর থেকে বের হয়ে উঠানে যাচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বজ্রপাতে গৃহবধূ হাসিনা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Link copied!