• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

সপ্তম হ্যাটট্রিক দেখলো বিপিএল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪, ০৬:৫৬ পিএম
সপ্তম হ্যাটট্রিক দেখলো বিপিএল
ছবি: প্রতীকী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করেন পেসার শরিফুল ইসলাম। প্রথম ইনিংসের শেষ তিন বলে তিনি একে একে তুলে নিয়েছেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনের উইকেট। যা বিপিএলের দশ আসরে এখন পর্যন্ত সপ্তম হ্যাটট্রিক। একইসঙ্গে চতুর্থ বাংলাদেশি হিসেবে এই হ্যাটট্রিক পেলেন শরিফুল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুরন্ত ঢাকা ৫ উইকেটে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুভসূচনা করেছে। কুমিল্লার ৬ উইকেটে ১৪৩ রানের জবাবে ঢাকা ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। দুর্দান্ত এক হ্যাটট্রিক করায় ম্যাচসেরা হয়েছেন শরিফুলই। 

প্রথম বাংলাদেশি হিসেবে পেসার আল আমিন হোসেন ২০১৫ সালের বিপিএলে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টারসের বিপক্ষে হ্যাটট্রিক করেন। বাংলাদেশি হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিক করেন স্পিনার আলিস আল ইসলাম, ২০১৯ আসরে ঢাকা ডিনামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে। সর্বশেষ মৃত্যুঞ্জয় চৌধুরী নিজের অভিষেক আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে ২০২২ বিপিএলে হ্যাটট্রিক করেন।

তবে বিপিএলের প্রথম হ্যাটট্রিক করেছিলেন এক বিদেশি ক্রিকেটার। পাকিস্তানের মোহাম্মদ সামি বিপিএলের প্রথম আসরে ২০১২ সালে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। এরপর ২০১৯ সালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ওই আসরেই ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ঢাকা ডায়নামাইটসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে।
 

Link copied!