• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

সান দিয়াগোয় চ্যাম্পিয়ন কেটি বোল্টার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ০৫:৪৯ পিএম
সান দিয়াগোয় চ্যাম্পিয়ন কেটি বোল্টার
কেটি বোল্টার। ছবি : সংগৃহীত

ব্রিটেনের নারী টেনিস তারকা কেটি বোল্টার সান দিয়াগো ওপেনের ফাইনালে মার্তা  কস্তাককে পরাজিত করে প্রথম ‘ডব্লিউটিএ  ৫০০’ শিরোপা জিতেছেন। ২৭ বছর বয়সী বোল্টার ৫-৭, ৬-২ ও  ৬-২ সেটে জিতেছেন।

প্রথম সেটে ইউক্রেনের কস্তাকের কাছে পরাজিত হওয়ার পর টানা দুই সেটে জিতে শিরোপা জয় করেন এবং বিশাল এক সাফল্য পান বোল্টার। তিনি এক লাফে ৯৯ জনকে টপকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন। 

ম্যাচের পর উচ্ছ্বাস প্রকাশ করে বোল্টার বলেন, ‘আমি জানি না কি ঘটেছে। এই সপ্তাহটি অনেকগুলো কারণে আমার কাছে বিশেষ কিছু ছিল। আমি শিরোপার জন্য কঠোর পরিশ্রম করেছি, সারা সপ্তাহ কিছু অবিশ্বাস্য টেনিস খেলেছি। ফাইনালটি আমার কাছে ছিল একটি যুদ্ধ। কারণ, আমি কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ট্রফি জিতে আমি খুব গর্বিত।’

বোল্টারকে তার প্রেমিক, অস্ট্রেলিয়ান খেলোয়াড় অ্যালেক্স ডি মিনাউরকেও ধন্যবাদ জানান। মিনাউর শনিবার মেক্সিকান ওপেনে তার শিরোপা ধরে রাখার পর দ্রুত সান দিয়াগোয় এসে বোল্টারকে উৎসাহ দেন। বোল্টার বলেন, ‘আমি আমার বয়ফ্রেন্ডকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই।’

বোল্টার আগামী মে মাসে প্যারিসে অনুষ্ঠিতব্য ফ্রান্স ওপেনের বাছাই তালিকায় প্রবেশ করছেন।

 

Link copied!