• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

রোনালদোর ৬৪তম হ্যাটট্রিক, আল নাসরের সহজ জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০১:১৮ পিএম
রোনালদোর ৬৪তম হ্যাটট্রিক, আল নাসরের সহজ জয়
গোল করার পর উল্লসিত রোনালদো। ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে দল যা চাইছে, তিনি সেটাই দিচ্ছেন দারুণভাবে। সৌদি আরবের প্রো ফুটবল লিগের খেলায় পর্তুগিজ তারকা রোনালদোর হ্যাটট্রিকে আল তাইকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর।

শনিবার রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল তিনটি করেন রোনালদো। ৬৪, ৬৭ ও ৮৭ মিনিটে গোল করেন এই তারকা ফুটবলার। ক্যারিয়ারে এটি রোনালদোর ৬৪তম হ্যাটট্রিক।

২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর লিগে এখন পর্যন্ত ২৬ গোল করেন ৫ বারের ব্যালন ডি‍‍`অর জয়ী তারকা রোনালদো।

গোলবন্যার এই ম্যাচে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল আল নাসর। নাসরের হয়ে গোল দুটি করেন ওটাভিও (২০ মিনিটে) আর আব্দুল রহমান গারিব (৪৫+৭ মিনিটে)। বাকি কাজ দ্বিতীয়ার্ধে একাই সেরে নেন রোনালদো।

ম্যাচের ৩৬ মিনিটে ভিরগিল মিসিদজান লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আল তাই। ফলে রোনালদোদের জন্য গোল করা সহজ হয়ে যায়। আর সেই সুযোগ পুরোপুুরি লুপে নেয় আল নাসর। একের পর এক গোল করে সফরকারীদের জাল ছিন্নভিন্ন করেন।

লালকার্ড দেখার আগে মিসিদজানের কাছ থেকেই একমাত্র গোলটি পায় আল তাই।

বড় জয় পেলেও এখনও সৌদি প্রো লিগের টেবিলের দ্বিতীয়স্থানেই রয়ে গেছে আল নাসর। ২৫ ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ৫৯। আর ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।

 

Link copied!