• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

বৃষ্টির সময় বজ্রপাতে তিনজন নিহত


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২৪, ০৩:২৮ পিএম
বৃষ্টির সময় বজ্রপাতে তিনজন নিহত
বজ্রপাত। প্রতীকী ছবি

তীব্র দাবদাহের অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতিক্ষার পর পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বৃষ্টি নামলেও এ সময় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মে) রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়া ও বাঘাইছড়িতে তিনজন নিহত হন। এ সময় বজ্রপাতে সাতজন আহত হয়েছেন।

নিহতরা হলেন রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়ার বাসিন্দা মো. নজির (৫০) এবং বাঘাইছড়ি উপজেলাধীন রূপকারী ইউনিয়নের মুসলিম ব্লকের বাসিন্দা বাহারজান বেগম (৫৫) ও সাজেকের লংথিয়ান পাড়ার তনিবালা ত্রিপুরা (৩৭)।

রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যাসমিন চাকমা জানান, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক গ্রামের লাল মিয়ার স্ত্রী বাহারজান বেগম গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার দুই নারী নিহত ও সাতজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা. শওকত আকবর জানান, সকালে শহরের সিলেটি পাড়া থেকে একজনকে হাসপাতালে আনা হয়। তিনি বজ্রপাতে নিহত হয়েছেন।

Link copied!