• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

র‌্যাঙ্কিংয়ে উন্নতি জ্যোতি-মারুফাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪, ০৩:৩০ পিএম
র‌্যাঙ্কিংয়ে উন্নতি জ্যোতি-মারুফাদের
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

সীমিত ওভারের ওয়ানডে ও টি-টোয়েন্টির নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন একই দেশ। তারা হচ্ছে অস্ট্রেলিয়া। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে সময়টা ভালো কাটছে না বাংলাদেশ নারী দলের। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ইতোমধ্যেই হেরেছে টাইগ্রেসরা। 

দলীয় পারফরম্যান্স বাজে হলেও একাধিক ক্রিকেটারের ব্যক্তিগত পারফরম্যান্স ছিলো উজ্জ্বল। সেই পারফর্ম করা ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থার (আইসিসি) সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৩ রানের দারুণ ইনিংস খেলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেই দুর্দান্ত ইনিংসের কল্যাণে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৬তম স্থানে তিনি।

ওয়ানডেতেও র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। রাবেয়া খান ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৭তম স্থানে। টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে অবস্থান করছেন মারুফা আক্তার। অজি ব্যাটার এলিসা পেরি ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে উঠে এসেছেন পঞ্চম স্থানে। এছাড়া বোলারদের মধ্যে কিম গার্থ ৫ ধাপ এগিয়ে রয়েছেন ২২ নম্বরে।
 

Link copied!