• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

‍‍`পিএসজি বিশ্বের সেরা খেলোয়াড়ের অভাববোধ করেছে‍‍`


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৪:২০ পিএম
‍‍`পিএসজি বিশ্বের সেরা খেলোয়াড়ের অভাববোধ করেছে‍‍`

পিএসজির ম্যাচে ছিলেন না লিওনেল মেসি ও নেইমার। মেসি এখনো প্যারিসে ফেরেননি। অন্যদিকে, লাল কার্ডের কারণে লঁসের বিপক্ষে খেলতে পারেননি নেইমার।

তাতেই বাধে বিপত্তি। কিলিয়ান এমবাপে থাকলেও লঁসের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় প্যারিসের ক্লাবটি।
ম্যাচের মাত্র পাঁচ মিনিটে প্রজেমাইস্লাও ফ্র্যাঙ্কোবস্কির সৌজন্যে এগিয়ে যায় লঁস। অবশ্য পিএসজি প্রায় সঙ্গে সঙ্গেই গোল শোধ করে। মাত্র তিন মিনিট পর প্যারিসের দলটির হয়ে গোল শোধ করেন হুগো একিটিকে।

তবে শেষ রক্ষা হয়নি। লঁসের দাপটে হারে লিগ ওয়ানে শীর্ষ দল পিএসজি।

ম্যাচের পর লঁসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা বলেন, পিএসজি হেরেছে বিশ্বের সেরা খেলোয়াড়ের অভাবে।

আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড় মেদিনা বলেন, "আমি প্রতিপক্ষকে নিয়ে কথা বলা পছন্দ করি না। কিন্তু তারা আক্রমণভাগের দুজন খেলোয়াড় নেইমার ও মেসিকে মিস করেছে। বিশেষ করে বিশ্বের সেরা খেলোয়াড়ের (মেসি) অভাববোধ করেছে তারা। তবে আমরাও আমাদের সামর্থ্যের পুরোটা দিয়েছি।"

মৌসুমে প্রথম হারের পরও শীর্ষে পিএসজিই। ‌লিগে ১৭ ম্যাাচে তাদের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে লঁসের পয়েন্ট ৪০।

 

Link copied!