• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত নারী দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৪, ০৩:৩৮ পিএম
বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত নারী দল
বাংলাদেশের নাহিদা আক্তার (বাঁয়ে) একাই দুটি উইকেট লাভ করেন। ছবি : সংগৃহীত

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দল টানা চার ম্যাচেই হেরেছে সফরকারী ভারতের কাছে। লড়াইটাও করতে পারছে না নিগার সুলতানা জ্যোতিরা। বৃহস্পতিবার সিলেটে বিকেল চারটায় মাঠে গড়ায় সিরিজের শেষ ম্যাচ। স্বাগতিকদের এখন একটাই লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। সফরকারী ভারত টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৬ রান করেছে।

ভারতের ইনিংসে হেমালতা ৩৭, স্মৃতি মান্ধনা ৩৩, অধিনায়ক হারমানপ্রীত কৌর ৩০, রিচা ঘোষ অপরাজিত ২৮ এবং শেফারি ভার্মা ১৪ রান করেন। 

বাংলাদেশের হয়ে রাবেয়া খান ও নাহিদা আক্তার ২টি করে এবং সুলতানা খাতুন ১টি উইকেট লাভ করেন। 

আগের চার ম্যাচের ফল দেখলে আশাবাদী হওয়া কঠিন। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৪ রানের বড় হারে শুরু। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে, তৃতীয় ম্যাচে হারে ৭ উইকেটে। এরপর বৃষ্টিবিঘ্নিত চতুর্থ টি-টোয়েন্টিতে ৪৪ রানের বড় হারে বাংলাদেশ নারী দল।

চতুর্থ টি-টোয়েন্টি বাদ দিলে বাংলাদেশের মেয়েরা অবশ্য প্রতি ম্যাচেই একশর ওপর রান করেছে। এর মধ্যে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে ভারতের লেগেছে ১৮.৩ ওভার।

 

Link copied!