• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

মাত্র ১২ রানে অলআউট মঙ্গোলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৪, ০৩:৫৩ পিএম
মাত্র ১২ রানে অলআউট মঙ্গোলিয়া
মঙ্গোলিয়ার উইকেট পতনে জাপানের ফিল্ডারদের উল্লাস। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে যেখানে দলগুলো হরহামেশাই দলগুলো দুইশ-আড়াইশ রান করছে, সেখানে একটি দল অলআউট হলো মাত্র ১২ রানে। শুনতে অবিশ্বাস্য হলেও এমন এক রেকর্ড হয়েছে। করেছে মঙ্গোলিয়া।

তার চেয়েও অবিশ্বাস্য খবর আছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই কোনো দলের সর্বনিম্ন স্কোর নয়। এর চেয়েও কম রানে অলআউট হওয়ার রেকর্ড আছে।

মঙ্গোলিয়া দল এখন জাপান সফর করছে। দুই দলের মধ্যে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। এই সিরিজেরই দ্বিতীয় ম্যাচে মাত্র ৮.২ ওভারেই ১২ রানে অলআউট হয়েছে মঙ্গোলিয়া।

মঙ্গোলিয়ার ৬ ব্যাটার খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। দলের সর্বোচ্চ স্কোরার ব্যাটসম্যান করেছিলেন মাত্র ৪ রান।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে জাপান দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১৭ রান তোলে। ২০৫ রানে জিতেছে জাপান দল।

এটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০২৩ সালে স্পেনের বিপক্ষে আইল অফ ম্যান মাত্র ১০ রানে গুটিয়ে গিয়েছিল। সেটিই এখন পর্যন্ত বিশ্বরেকর্ড।

Link copied!