• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

নির্বাচনের পরদিন ভোট নিয়ে যে তথ্য দিলেন ইসি আলমগীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৯, ২০২৪, ০৩:৫২ পিএম
নির্বাচনের পরদিন ভোট নিয়ে যে তথ্য দিলেন ইসি আলমগীর
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর । ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, “প্রথম ধাপের ১৩৯ উপজেলা পরিষদ নির্বাচনে ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে।”

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, “ষষ্ঠ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক ১ শতাংশ।”

এর আগে বুধবার (৮ মে) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৩০-৪০ শতাংশ ভোট পড়েছে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। কিছু অনিয়ম সংঘাতের মতো ঘটনা ঘটেছে। দুটি কেন্দ্র বন্ধ করা হয়েছে। ৩৪টি ঘটনা ঘটেছে যাতে ৩৭ জন আহত হয়েছেন। এর সবই হয়েছে কেন্দ্রের বাইরে।”

Link copied!