• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপ হারের পর টানা পাঁচদিন কেঁদেছিলেন নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৮:৩৯ পিএম
বিশ্বকাপ  হারের পর টানা পাঁচদিন কেঁদেছিলেন নেইমার
ফাইল ছবি

বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুকে নিয়ে কাতার গিয়েছিলো ব্রাজিল। তবে তাদের সেই স্বপ্ন ভেঙ্গে যায় কোয়ার্টার ফাইনালে। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্ব আসর থেকে বিদায় নিতে হয় ব্রাজিলের। সেই ম্যাচের পর ফুটবলকে বিদায় জানানোর কথাও চিন্তা করেছিলেন নেইমার।

ব্রাজিলের তারকা ফুটবলার জানান, ক্রোয়েশিয়ার কাছে পরাজয়ের পর টানা পাঁচ দিন কেঁদেছিলেন তিনি। সে সময়ের স্মৃতিচারণ করে নেইমার বলেন, ‘সেই ম্যাচের পর আমি টানা পাঁচ দিন কেঁদেছি। এভাবে স্বপ্ন ভঙ্গ হওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম। গোল করে, গোল হজম করে টাইব্রেকারে গিয়ে হারাটা মেনে নেওয়া কঠিন।’

বিশ্বকাপের ব্যর্থতার পর জাতীয় দল ছাড়ার কথাও ভেবেছিলেন নেইমার। কিন্তু সাফল্য পাওয়ার লক্ষ্যে পরবর্তীতে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ব্রাজিলের তারকা বলেন, ‘বিশ্বকাপের পর আমি আর জাতীয় দলে ফিরতে চাইনি। পরবর্তীতে নতুন করে আবারও ভাবতে হয়েছে। আমি তো সাফল্যের জন্য ক্ষুধার্ত। আর সেজন্য ওই ভাবনা পুনর্বিবেচনা করে পাল্টাতে হয়েছে। বিশ্বকাপের পর আমি আর কষ্ট পেতে চাইনি।’

এদিকে, পিএসজির সঙ্গে তার রসায়নটা জমছে না অনেকদিন ধরেই, পাচ্ছে না সমর্থকদের ভালোবাসা। যদিও নেইমার জানিয়েছেন, সমর্থকদের ভালোবাসা না পেলেও আগামী মৌসুমে পিএসজিতেই থাকবেন তিনি।

নেইমার বলেন, ‘আশা করি (এই মৌসুমে) পিএসজিতে থাকব। আমার চুক্তি আছে পিএসজির সঙ্গে এবং এখন পর্যন্ত কেউ আমাকে কিছুই বলেনি। আমি শান্ত আছি, যদিও খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে খুব একটা ভালোবাসার বন্ধন নেই। তবে ভালোবাসা থাকুক বা না থাকুক, আমি পিএসজিতে থাকব (হাসি)। ’

গত দুই মৌসুমে পিএসজির দল ছিল তারকায় ভরপুর। নেইমার ছাড়াও আক্রমণে ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। কিন্তু এই আক্রমণত্রয়ী পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেনি। নেইমার জানালেন তাদের ব্যর্থ হওয়ার কারণ। 

তিনি বলেন, ‘‘আমরা জানি আমরাই সেরা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাঠে আমাদের সমন্বয় হয়নি। এটা আমাদের জন্য ভালো ছিল না। অবশ্যই আমরা সবকিছু জিততে চেয়েছি। এবং লকার রুমে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। কিন্তু ফুটবলে সবকিছু ঠিক থাকে না বা ফুটবল সব সময় ন্যায্য ফল দেয় না। এটা তো কেকের রেসিপি না।’

মেসি এর মধ্যেই চলে গেছেন ইন্টার মায়ামিতে। এমবাপ্পে  তাঁর আচরণ ও কথাবার্তা বুঝিয়ে দিচ্ছে থাকতে চান না আর পিএসজিতে। যে পরিস্থিতি, তাতে ত্রয়ী থেকে খুব দ্রুতই হয়তো ‘একক’-এ পরিণত হবেন নেইমার।

Link copied!