• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

মেসির সঙ্গে খেলা বাড়তি সম্মানের নয়!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ১২:২০ এএম
মেসির সঙ্গে  খেলা বাড়তি সম্মানের নয়!
ছবিঃ গেটি ইমেজস

 ১৬ বছর বিশ্বকাপের দ্বিতীয় রাউণ্ডে উঠেছে অস্ট্রেলিয়া। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। আলবেলিস্তাদের মুখোমুখি হওয়ার আগে প্রত্যেক দলের পরিকল্পনা থেকে মেসিকে আটকানোর! তবে দল হিসেবে আর্জেন্টিনাকে শুধু মেসি দিয়ে বিবেচনা করতে চান না অস্ট্রেলিয়ান ডিফেন্ডার মিলোশ দেগেনক।

মেসিকে সর্বকালের সেরা মেন মিলোশ। কিন্তু মেসির সঙ্গে খেলাকে বাড়তি সম্মানের মনে করছেন না তিনি। তার মতে আর্জেন্টিনায় ১১ জন নয় একজনই মেসি আছে।

মিলোশ বলেন, “মেসির সর্বকালের সেরা। তবে তার সঙ্গে খেলা বাড়তি সম্মানের নয়। তার চেয়ে অস্ট্রেলিয়ার হয়ে শেষ ষোলোতে খেলা বেশি সম্মানের। খেলাটা হবে ১১ জনের সঙ্গে ১১ জনের। আর্জেন্টিনা দলে একজনই মেসি, ১১ জন নয়।”

চলতি  বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া দলের পথচলা প্রায় একইরকম। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হারার পর টানা দুই ম্যাচ জিতে নকআউট পর্বে উঠেছে। তবে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলেও অস্ট্রেলিয়া হয়েছে রানার্সআপ। 

Link copied!