• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

বিশ্বকাপ জিতলে সরাসরি অবসর!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ০২:৫৬ পিএম
বিশ্বকাপ জিতলে সরাসরি অবসর!

ক্যারিয়ারের শেষ লগ্নে চলে এসেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কাতারেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আগেই নিশ্চিত করেছেন মেসি। তবে এবার শুধু শেষ বিশ্বকাপ নয় অবসরেরও ইঙ্গিত দিলেন রোনালদো।

সম্প্রতি টকটিভিতে পিয়ার্স মরগ্যানকে লম্বা সাক্ষাৎকার দিয়েছেন সিআরসেভেন। সেখানে সাম্প্রতিক সময়ের যাবতীয় সব বিষয়েই কথা বলেছেন তিনি। বয়স হয়ে গেছে ৩৭, মাঠেও আগের সেই ফর্ম নেই অনেকদিন! ফলে অবসরের প্রসঙ্গও এসেছে সেখানে।

এ উত্তরে রোনালদো বলেন, পর্তুগাল যদি কাতারে বিশ্বকাপ জিততে পারে তাহলে আর দুইবার ভাববেন না! সরাসরি অবসরের ঘোষণা দিয়ে দিবেন।

রোনালদো বলেন, “হ্যাঁ! অবশ্যই (পর্তুগাল জিতলে) অবসর নেব। শতভাগ নিশ্চিত।”

পর্তুগালের বিশ্বকাপ জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী রোনালদো। দলের কোচ ও বাকি খেলোয়াড়দের নিয়েও প্রশংসা ঝড়েছে তার কণ্ঠে।

“খুবই আশাবাদী। আমাদের দারুণ একজন কোচ (ফের্নান্দো সান্তোস) রয়েছে। আমাদের খেলোয়াড়দের এই প্রজন্মটা দুর্দান্ত। দারুণ একটি বিশ্বকাপের জন্য মুখিয়ে আছি। খুবই কঠিন, তবে সবকিছুই সম্ভব (বিশ্বকাপ জেতা)। আমরা অবশ্যই লড়াই করব” যোগ করেন রোনালদো।

তবে বিশ্বকাপ না জিতলে এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো। খেলতে চান অন্তত আরও তিন বছর।  

তিনি বলেন, “আরও ২-৩ বছর খেলতে চাই। ৪০ বছর বয়সে শেষ করতে চাই। ভবিষ্যৎ আমি জানি না। আমি যেটা সবসময় বলি, জীবন বৈচিত্র্যময়। তাই আপনি জানেন না সামনে কী হতে পারে”

 

Link copied!