• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

ফিফটির আক্ষেপ নিয়ে দ্বিতীয় দিনের শুরুতে মিরাজ-মুশফিকের বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ১০:২৭ এএম
ফিফটির আক্ষেপ নিয়ে দ্বিতীয় দিনের শুরুতে মিরাজ-মুশফিকের বিদায়

মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। দিনশেষে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান তুলেছে। তবে দ্বিতীয় দিনের শুরুতে মেহেদী হাসান মিরাজের উইকেট হারায় বাংলাদেশ।

প্রথম দিনশেষে মুশফিকুর রহিম ৪১* রানে ও মিরাজ ৪৩* রানে অপরাজিত আছেন। ফিফটি থেকে মাত্র ২ রান দূরে থেকে ইয়ামিন আহমেদজাইয়ের বলে আমির হামজাকে ক্যাচ তুলে ফেরেন মিরাজ।

মিরাজের পর মুশপফিকও বিদায় হন ফিফটির আক্ষেপ নিয়ে। তিনি ৪৭ রানে নাসির জামালকে ক্যাচ দিয়ে ফেরেন। ইনিংসের মাঝের বিপর্যয়ের শঙ্কা কাটান এই জুটি। তাদের বিদায়ে আবারও ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা দেখা দিচ্ছে টাইগার শিবিরে।

বাংলাদেশ ৭ উইকেটে ৩৭৫ রান নিয়ে ব্যাট কজরছে। ক্রিজে আছেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।

 

 

Link copied!