• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

সবচেয়ে দামি ইংল্যান্ড, শীর্ষ পাঁচে নেই আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২, ০৮:১৬ পিএম
সবচেয়ে দামি ইংল্যান্ড, শীর্ষ পাঁচে নেই আর্জেন্টিনা

জনপ্রিয়তার বিচারে কাতার বিশ্বকাপে সবচেয়ে এগিয়ে থাকবে আর্জেন্টিনা বা ব্রাজিল। তাদের চেয়ে হয়তো খুব পিছিয়ে থাকবে না জার্মানি বা পর্তুগালও। তবে যদি বাজারমূল্য হিসেব করা হয় তাহলে সবচেয়ে দামি দল হবে কারা?

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো বা নেইমার জুনিয়র তারকাখ্যাতিতে বাকিদের টেক্কা দিলেও এখন সবচেয়ে দামি ফুটবলার নন। তবে এই মুহুর্তে পৃথবীর ১৬০ মিলিয়নের সবচেয়ে দামি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে হলেও তার দল ফ্রান্স আসন্ন বিশ্বকাপের সবচেয়ে দামী দল নয়।

আসন্ন কাতার বিশ্বকাপে সবচেয়ে দামি দল ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড। এ তালিকায় ইংল্যান্ডের পরেই আছে নেইমার-রদ্রিগোদের ব্রাজিল। অন্যদিকে সবচেয়ে কম দামী দল স্বাগতিক কাতার ও অস্ট্রেলিয়া।

বাজারমূল্য অনুযায়ী কাতার বিশ্বকাপের সবচেয়ে দামী দল ও দামী খেলোয়াড়ঃ

১. ইংল্যান্ড

বাজারমূল্য: ১.২৬ বিলিয়ন ইউরো

দামি খেলোয়াড়: ফিল ফোডেন (১১ কোটি)

২. ব্রাজিল

বাজারমূল্য: ১.১৪ বিলিয়ন ইউরো

৩. ফ্রান্স

বাজারমূল্য: ১.০৮ বিলিয়ন ইউরো

দামি খেলোয়াড়: কিলিয়ান এমবাপ্পে (১৬ কোটি)

৪. পর্তুগাল

বাজারমূল্য: ৯৩৭ মিলিয়ন ইউরো

দামি খেলোয়াড়: রাফায়েল লিয়াও (৮ কোটি ৫০ লাখ)

পর্তুগাল দলের অনুশীলনে রোনালদো

৫. স্পেন

বাজারমূল্য: ৯০২ মিলিয়ন ইউরো

দামি খেলোয়াড়: পেদ্রি (১০ কোটি)

৬. জার্মানি

বাজারমূল্য: ৮৮৫.৫ মিলিয়ন ইউরো

দামি খেলোয়াড়: জামাল মুসিয়ালা (১০ কোটি)

৭. আর্জেন্টিনা

বাজারমূল্য: ৬৫২ মিলিয়ন ইউরো

দামি ফরোয়ার্ড: লাওতারো মার্তিনেজ (৭ কোটি ৫০ লাখ)

৮. নেদারল্যান্ডস

বাজারমূল্য: ৫৮৭.২৫ মিলিয়ন ইউরো

দামি খেলোয়াড়: মাথিয়াস ডি লিখট (৭ কোটি)

৯. বেলজিয়াম

বাজারমূল্য: ৫৬৩.২ মিলিয়ন

দামি খেলোয়াড়: কেভিন ডি ব্রুইনা (৮ কোটি)

১০. উরুগুয়ে

বাজারমূল্য: ৪৪৯.৭ মিলিয়ন ইউরো

দামি খেলোয়াড়: ফেদেরিকো ভালভের্দে (১০ কোটি)

Link copied!