• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

মাকে সেঞ্চুরি উৎসর্গ তাওহিদ হৃদয়ের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ১২:৩৭ পিএম
মাকে সেঞ্চুরি উৎসর্গ তাওহিদ হৃদয়ের
সেঞ্চুরির পথে ছক্কা হাঁকাচ্ছেন তাওহিদ হৃদয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথম সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয়। যা তার নিজের বিপিএল ও টি-টোয়েন্টি ক্যারিয়ারেও প্রথম শতক। এই বিশেষ ইনিংসটি মাকে উৎসর্গ করেছেন যুব বিশ্বকাপজয়ী হৃদয়।

শুক্রবার রাতে দুরন্ত ঢাকার বিপক্ষে মাত্র ৫৭ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ম্যাচসেরা হৃদয়। তার অপরাজিত সেঞ্চুরিতেই ৪ উইকেটে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

ম্যাচশেষে হৃদয় বলেন, ‘টি-টোয়েন্টিতে প্রথম শতক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা প্রতিটা ব্যাটারেরই স্বপ্ন, যে একটা সেঞ্চুরি করবে। সেঞ্চুরিটি মাকে উৎসর্গ করলাম।’

সাত ম্যাচে এটি কুমিল্লার পঞ্চম জয়। আট ম্যাচে টানা সপ্তম হার ঢাকার।

অথচ, রান তাড়ায় মাত্র ২৩ রানে ৩ উইকেট হারায় কুমিল্লা। শুরুতেই ফেরেন অধিনায়ক লিটন দাস (৮) শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে। জ্যাকস হন রানআউট (৫ বলে ৯)। শরিফুলের দ্বিতীয় শিকার ইমরুল কায়েস (১)। সেখান থেকে ডানহাতি হৃদয় এবং ব্রুকে গেস্টের ৬৯ বলে ৮৪ রানের জুটি। ব্রুকে ৩৫ বলে করেন ৩৪ রান।

হৃদয় ৫৩ বলে সেঞ্চুরি করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। বিপিএলে ষষ্ঠ বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন হৃদয়।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের শুরুতেই চতুরঙ্গ ডি সিলভাকে (১৩ বলে ১৪) হারায় ঢাকা। পরে নাইম শেখ আর সাইফ হাসানের জোড়া ফিফটিতে ৪ উইকেটে ১৭৫ রান করে ঢাকা।

নাইম ৪৫ বলে ৬৪ করেন ৯ চার আর ১ ছক্কায়। সাইফের ৪২ বলে ৫৭ রানের ইনিংসটিতে ছিল ৪ বাউন্ডারি আর ৩ ছক্কার মার।

শেষদিকে অ্যালেক্স রস ১১ বলে করেন অপরাজিত ২১। ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন এসএম মেহরব। 

কুমিল্লার ম্যাথিউ ফোর্ডে ৩৫ রানে ৩টি ও আলিস আল ইসলাম ২৯ রানে ১টি উইকেট পান।
 

Link copied!