• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

বোলার মুশফিক একদিন ম্যাচ উইনার হবে, বিশ্বাস লিটনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০১:৫২ পিএম
বোলার মুশফিক একদিন ম্যাচ উইনার হবে, বিশ্বাস লিটনের
সংবাদ সম্মেলনে কথা বলছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। ছবি : সংগৃহীত

বিপিএলে রংপুর রাইডার্সের বিরুদ্ধে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জিমি নিশাম মাত্র ৪৯ বলে অপরাজিত ৯৭ রান করেন। এর মধ্যে তিনি ঝড় তোলেন শেষ ওভারে গিয়ে। টি-টোয়েন্টিতে নিজের পঞ্চম ম্যাচ খেলতে নামা তরুণ পেসার মুশফিক হাসানের ওই ওভারে ২৮ রান নেন নিশাম। ৪ ওভারে ৭২ রান দিয়ে বিপিএলের সবচেয়ে খরুচে বোলিংয়ে সবার উপরে নাম এখন মুশফিকের।  

কুমিল্লা অধিনায়ক লিটন দাসের সামনে সুযোগ ছিল অভিষিক্ত পেসার রোহানাত দৌলা বর্ষণকে বোলিংয়ে আনার। ৩ ওভারে ২১ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন তিনি। দুজনের মধ্যে শেষ ওভারে মুশফিককে বেছে নেওয়ার কারণ কী?

লিটন বলেন, ‘আমাদের দলে পেসারই ৩ জন- মুশফিক, রাসেল আর বর্ষণ। আজকে প্রথম ম্যাচ হিসেবে বর্ষণ যে ব্রেক-থ্রুটা দিয়েছে, আমি মনে করি এটা স্বপ্নের মতো। আপনি এত বড় একটা দলে সেমিফাইনালের মতো ম্যাচ খেলবেন এবং এসে ভালো বোলিং করবেন। এটা অ্যামেজিং অনূর্ধ্ব-১৯ একটা ছেলের কাছ থেকে। আপনার কাছে তো অপশনও নেই। ’

লিটন বলেন, ‘পেস বোলিংয়ের দিকেই যেতে হবে। আমার মনে হয়েছে মুশফিক অনেকগুলো ম্যাচও খেলেছে। তবে নির্দিষ্ট দিনে যে আপনি সবসময় ভালো খেলবেন, তাও নয়। নিশাম ভালো ব্যাটার। তাকে (মুশফিক) ভালোভাবে পড়েছে। আমার মনে হয় সে (মুশফিক) সালাউদ্দিন (কুমিল্লার কোচ) স্যারের সঙ্গে কথা বলবে। উন্নতির তো অনেক জায়গা আছে। শেষ ৪ ওভার অনেক রান চলে গেছে। আমরা বসব, আলোচনা করব। আমার মনে হয়, সে অনেক ভালোভাবে ঘুরে দাঁড়াবে। ’

লিটনের আশা, ‘আমি বোলারদেরও কৃতিত্ব দিতে চাই। ক্রিকেট দলীয় খেলা। একদিন খারাপ খেলবেন, আরেকদিন ভালো খেলবেন। মুশফিকও যদি পরে সুযোগ পায়, আমাদের ম্যাচ উইনার হবে। ’
 

Link copied!