• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আরিফুলের সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে ২৯২ রানের টার্গেট বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪, ০৬:৪৫ পিএম
আরিফুলের সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে ২৯২ রানের টার্গেট বাংলাদেশের
ছবি: প্রতীকী

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই জয় পায় এশিয়ার চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের। সেই আশায় যুক্তরাষ্ট্রকে জয়ের জন্য ২৯২ রানের বিশাল টার্গেট দিয়েছে তারা। বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান করেছে। 

শুক্রবার ব্লোমফন্টেইনে টসে হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দলীয় ২৯ রানের সময় আদিল বিন সিদ্দিক ১৩ রান করে আরিয়া গার্গের বলে আউট হন। এরপর দলীয় ৬৭ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে, যখন অপর ওপেনার আশিকুর রহমান শিবলি (২৭) অরিন নাডকার্নির বলে প্যাভিলিয়নে ফেরত যান। দলীয় ৯৪ রানে রিজওয়ান (৩৫) আউট হন। 

এরপর চতুর্থ জুটিতে আরিফুল ইসলাম ও আহরার আমীন ১২২ রানের জুটি গড়ে বড় স্কোরের পথে নিয়ে যান বাংলাদেশকে। 

আরিফুল ১৩২ মিনিট ক্রিজে থেকে ১০৩ বলে ১০৩ রান করেন ৯টি চারের সাহায্যে। নাডকার্নির বলে আউট হওয়ার আগে আহরার ২টি চার ও ১টি ছক্কায় ৪৪ রান করেন। অন্যান্যদের মধ্যে মোহাম্মাদ শিহাব জেমস মাত্র ১৭ বলে ২টি করে চার ও ছক্কায় ৩১ রান করেন। ৭ বলে ১টি ছক্কায় ১৩ রান করে অপরাজিত থাকেন শেখ পারভেজ জীবন। রাফি উজ্জামান রাফি অপরাজিত ৭ রান করেন। 

যুক্তরাষ্ট্রের আরিয়া গার্গ ৩টি ও অরিন নাডকার্নি ২টি উইকেট লাভ করেন। 
   

 

Link copied!