দক্ষিণ আফ্রিকার উপাধিই এবার বোধহয় কেড়ে নিতে যাচ্ছে ভারত। অবশ্য এই উপাধি তারা কেড়ে তো দূরের কথা, বিনামূল্যে দিতে চাইলেও নেবে না। কিন্তু বিধি বাম! সে পথেই হয়তো হাঁটছে ভারত। অবস্থা এমন দাঁড়িয়েছে প্রোটিয়াদের `চোকার্স` নাম বেদখল হয়ে যাবে ভারতের কাছে।
২০১৩ সালে শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল ভারত। তারপর কেটে গেছে ১০ বছর। শিরোপা পাওয়ার পরের বছর শ্রীলঙ্কার কাছে বিশ্বকাপ ফাইনালে হার দিয়ে শুরু হয় বড় টুর্নামেন্টে ভারতের হারের মিছিল। যে মিছিল এখনো থামছে না। সর্বশেষ সংযোজন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের হার।
২০১৭ সালে যদিও গ্রুপ পর্বে হোঁচট খায় ভারত। শ্রীলঙ্কার কাছে হেরে যায়। তবে বাকি সময় দাপট দেখিয়েই ফাইনালে পা রাখে। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী চিরশত্রু পাকিস্তান। কিন্তু ফাইনালসুলভ ম্যাচ উপহার দিতে পারেনি ভারত। পাক ওপেনার ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৩৭ রানের বিপরীতে ভারত গুটিয়ে যায় মাত্র ১৫৮ রানে।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। দুই বছর পর আবার সেই কিউইরা ভাঙ্গে ভারতের স্বপ্ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিনশিপের প্রথম আসরের ফাইনালে মুখোমুখি হয় দু`দল। ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় কেন উইলিয়ামসনরা।
সর্বশেষ ভারত ফাইনাল ম্যাচ খেলে এ বছর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২২ মাস লড়াই শেষে অস্ট্রেলিয়ার সাথে ফাইনালে ওঠে ভারত। তবে এবারও ছিল একপেশে ম্যাচ। অজিদের দেওয়া ৪৪৪ রানের রেকর্ডময় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৩৪ রানেই অলআউট হয়ে যায় ভারত। ফলে ২০৯ রানের জয় তুলে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন শিরোপাধারী হয় অজিরা।




































