• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭
বিপিএল

রংপুরের বোলিং তোপে ঢাকার স্বল্প সংগ্রহ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৮:৫৭ পিএম
রংপুরের বোলিং তোপে ঢাকার স্বল্প সংগ্রহ

১১ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়লো ঢাকা। এরপর মামুন,  ব্লেইক মিলে উদ্ধার করলেও কেউই ইনিংস বড় করতে পারলেন না। শেষদিকে আরিফুল হকও চেষ্টা করেছেন তবে তিনি ইনিংস এগিয়ে নিতে পারেননি। শেষ পর্যন্ত আসরে টিকে থাকার ম্যাচে রংপুরকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই রানআউট হয়ে ফিরে যান ঢাকা ডমিনেটরসের ওপেনার মোহাম্মদ মিঠুন। তিন নম্বরে নামা অধিনায়ক নাসিরও এদিন ব্যর্থ, ফেরেন দলীয় আট রানে।

তিন রানের ব্যবধানে আরেক ওপেনার সৌম্য সরকারও ফিরে গেলে শুরুতেই চরম চাপে পড়ে ঢাকা। এরপর অ্যালেক্স ব্লেইক ও আব্দুল্লাহ আল মামুন মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।

দলীয় ৪৯ রানে ব্লেইক ব্যক্তিগত ১৮ রানে ফিরলে ভাঙে তাদের জুটি। এরপর আরিফুল হক চেষ্টা করেছেন কিন্তু ইনিংস বড় করতে পারেনি। এরমধ্যে দলীয় ৬৭ রানে মামুন ৭৫ রানে মুক্তার আলি ফিরে যান। এ ম্যাচে মামুনের ব্যাট থেকে এসেছে ২৩ রান।

দলীয় ১০৩ রানে ফেরার আগে ২৯ রানের ইনিংস খেলে ন আরিফুল। এছাড়া শেষ দিকে শরিফুলের ১৩ ও আমির হামজার ১৫ রানে নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৩০ রানের সংগ্রহ পায় ঢাকা।

Link copied!