রোববার বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ উপমহাদেশেরই আরেক দল শ্রীলঙ্কা। তারাও বাংলাদেশের মতো বাছাইপর্বের খাড়া পার হয়ে গ্রুপপর্বে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
শারজার এই মাঠটিতে কদিন আগে খেলা হয়েছে আইপিএল। আকারে ছোট এই মাঠটির পিচ বেশ ধীর গতির। এর কন্ডিশন অনেকটাই ঢাকার মিরপুরের মতো বলে মনে হচ্ছে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোর। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেই কথা জানিয়ে টাইগার কোচ বললেন, “এ কন্ডিশন আমাদের সঙ্গে যায়। শারজার উইকেট কিছুটা ঢাকার মতো মনে হচ্ছে। আবার বেলা দুইটায় খেলার একটা সুবিধা হলো, শিশিরের কোনো প্রভাব থাকবে না। অন্য দলগুলো এটা নিয়ে চিন্তিত। আমাদের এটা নিয়ে কোনো ভাবনা নেই। আমাদের স্পিনাররা ম্যাচে প্রভাব রাখতে পারবে।”
বাছাইপর্বে তিন পেসার নিয়ে খেলেছে। শারাজার উইকেটে তবে কি স্পিন আক্রমণে বাড়তি জোর দেবে বাংলাদেশ? এর উত্তরে ডমিঙ্গো জানালেন, “পেসাররাও কার্যকরী হতে পারেন এখানে, ঐতিহাসিকভাবে স্কোরের হার কমে এসেছে এখানে। তবে যারা লম্বা বোলার, যারা মোটামুটি একই লেংথে বল ফেলতে পারে, তারা দারুণ কার্যকর হবে এখানে।”
গ্রুপপর্বে বাংলাদেশ পড়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের গ্রুপে। এই গ্রুপে আরও আছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। তবে প্রতিপক্ষ নিয়ে খুব একটা চিন্তিত নন টাইগারদের হেড কোচ, “প্রতিপক্ষ নিয়ে বলতে গেলে, বিশ্বকাপে যেকোনো দল যে কাউকে হারাতে পারে। এটা যেকোনো গ্রুপের ক্ষেত্রেই প্রযোজ্য। আমার মনে হয় নির্দিষ্ট কোনো গ্রুপে থাকার কোনো সুবিধা বা অসুবিধা নেই।”