স্বর্ণের দামে রেকর্ডভঙ্গ: ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১২:১০ পিএম
স্বর্ণের দামে রেকর্ডভঙ্গ: ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়াল

দেশের স্বর্ণবাজারে বজ্রঝটকার মতো উত্থান ঘটেছে, যেখানে সবচেয়ে উন্নতমানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর নির্ধারণ করে জানিয়েছে, যা আজ সকাল থেকেই কার্যকর।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের (পিওর গোল্ড) দামের উত্থান এবং সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় এই রেকর্ড ভাঙা সমন্বয় করা হয়েছে। গত মঙ্গলবার ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা এবং বুধবার ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে দাম ছিল ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, কিন্তু আজ একদিনেই ১৬ হাজারেরও বেশি বৃদ্ধি পেয়ে অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়ে উঠেছে স্বর্ণের দাম। এর আগে কখনো একক ভর্তিতে এত বিপুল পরিমাণে দাম বৃদ্ধি ঘটেনি, যা বিনিয়োগকারী এবং ক্রেতাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। নতুন দরপত্রে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও উত্থান ঘটেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ভরিতে ৮১৬ টাকা বেড়ে ৮ হাজার ৫৭৩ টাকা, ২১ ক্যারেটের ৭৫৮ টাকা বেড়ে ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৬৪১ টাকা বেড়ে ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির ৪৬৭ টাকা বেড়ে ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারিত হয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দামবৃদ্ধি এবং স্থানীয় চাহিদা বাড়ার ফলে এই অভূতপূর্ব উত্থান ঘটেছে বলে বিশ্লেষকরা মনে করছেন, যা বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের কৌতূহলের জন্ম দিয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!