যুক্তরাষ্ট্র নির্বাচনে আনুষ্ঠানিক পর্যবেক্ষক পাঠাচ্ছে না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১০:৫৫ পিএম
যুক্তরাষ্ট্র নির্বাচনে আনুষ্ঠানিক পর্যবেক্ষক পাঠাচ্ছে না

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্বাধীন (ইনডিপেনডেন্ট) পর্যবেক্ষক দল নির্বাচনের সময় বাংলাদেশে আসবে। পাশাপাশি ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তারা নিজ নিজ উদ্যোগে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনা এলাকায় ভোট পর্যবেক্ষণে যাবেন। তবে তারা আনুষ্ঠানিক পর্যবেক্ষক হিসেবে নয়, শুধুমাত্র ভোটের কার্যক্রম দেখার উদ্দেশ্যে উপস্থিত থাকবেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

এর আগে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আখতার আহমেদ বলেন, মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদল সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হয়েছেন। বিশেষ করে পোস্টাল ব্যালটের বিষয়ে তাদের আগ্রহ বেশি ছিল।

তিনি আরও জানান, বৈঠকে কোনো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত কঠোরতার অভিযোগ রয়েছে কি না—সে বিষয়েও তারা জানতে চান। জবাবে নির্বাচন কমিশন জানায়, প্রাথমিকভাবে এ ধরনের তথ্য স্থানীয় পর্যায়ে আসে এবং সেগুলো স্থানীয়ভাবেই যাচাই-বাছাই ও নিষ্পত্তি করা হয়েছে।

Link copied!