কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে ভারতের আদানি পাওয়ার। বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটে। এর প্রভাব দুই দেশের বিদ্যুৎ আমদানি–রপ্তানিসহ বাণিজ্যিক সম্পর্কেও পড়তে শুরু করে।
অন্তর্বর্তী সরকার গঠিত একটি প্যানেলের পক্ষ থেকে দাবি করা হয়, আদানি পাওয়ারের কাছ থেকে বাংলাদেশ যে বিদ্যুৎ কিনছে, তার দাম স্বাভাবিকের তুলনায় বেশি। এ নিয়ে ঢাকার পক্ষ থেকে অসন্তোষও প্রকাশ করা হয়।
তবে সম্পর্কের টানাপড়েন ও বিদ্যুতের দাম নিয়ে আপত্তির মধ্যেই আদানির পক্ষ থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর তথ্য সামনে এলো।
রয়টার্স দুই দেশের সরকারি নথির বরাতে জানায়, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২০২৫ সালে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২২৫ কোটি কিলোওয়াট-ঘণ্টা, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বেশি।
সূত্র: বিডিনিউজ

































