• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

বইমেলায় তাড়া খেয়ে যা বললেন মুশতাক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০১:০২ পিএম
বইমেলায় তাড়া খেয়ে যা বললেন মুশতাক
ছবি : সংগৃহীত

আলোচিত দম্পতি মুশতাক-তিশা। অমর একুশে বইমেলায় দুটি বই প্রকাশিত হয়েছে তাদের। শুক্রবার বিকেলে ‘ভুয়া ভুয়া’ বলে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেন শতাধিক দর্শনার্থী। এ ঘটনা দুঃখজনক বলে সংবাদ প্রকাশের কাছে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন খন্দকার মুশতাক।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মুঠোফোনে খন্দকার মুশতাক আহমেদ বলেন, “আমরা বই লিখেছি, সেটা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। যদি রাষ্ট্রের বিরুদ্ধে বই লিখতাম, তাহলে রাষ্ট্র আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করত।”

তিনি আরও বলেন, “আমরা বিকেল ৩-৫টা পর্যন্ত মেলায় অবস্থান করছিলাম। হাজার হাজার দর্শনার্থীরা আমাদের সঙ্গে ছবি তুলেছেন। তারা ‘মুশতাক-মুশতাক’ বলে আমাকে সাপোর্টও করেছেন। কিন্তু হঠাৎ কয়েকজনের কারণে এমন পরিবেশ তৈরি হয়, যা দুঃখজনক।”

মুশতাক আরও বলেন, “আমরা চাই বইমেলা কর্তৃপক্ষ যারা আছেন তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।”

উল্লেখ্য, কিছু দিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। তারা জানান, ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।
 

Link copied!