• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৬৮২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০৮:০৬ পিএম
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৬৮২
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এক হাজার ৬৩৪ জনের মৃত্যু হলো।

সোমবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৮২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩৫ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৪৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট দুই হাজার ৬৮৯ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৮৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে এক হাজার ৯০১ জন।

এ বছর সারা দেশে এখন পর্যন্ত তিন লাখ ১৪ হাজার ৩৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ আট হাজার ৪০৪ জন এবং ঢাকার বাইরে দুই লাখ পাঁচ হাজার ৯৮৪ জন।

এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ১০ হাজার ৬৫ জন। এর মধ্যে ঢাকায় এক লাখ ছয় হাজার ৬৭১ এবং ঢাকার বাইরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ তিন হাজার ৩৯৪ জন।

Link copied!