• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি তিনজন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ০৮:২৬ পিএম
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি তিনজন
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও তিনজন ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্ত তিনজনেই ঢাকা মহানগরীর বাসিন্দা। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৩০ জনে।

মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬৯ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩৬ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ৩৩।

চলতি বছরের মোট ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

Link copied!