• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩, ১১:২৯ এএম
মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শেওড়াপাড়ায় জে কে ফ্যাশন নামের পোশাক কারখানা এলাকায় অবরোধ শুরু করেন তারা।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, দুই মাসের বেতন বকেয়া রেখে মালিক কারখানা বন্ধ করে দিয়েছে। মালিকপক্ষ চায় কর্মীদের বেতন না দিয়েই অন্যস্থানে গার্মেন্ট সরিয়ে নিতে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে মিরপুর মডেল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জে কে ফ্যাশনের কারখানা মিরপুরের শেওড়াপাড়া থেকে স্থানান্তরিত করা হবে গাজীপুরে। তবে শ্রমিকদের অভিযোগ, কারখানা স্থানান্তরের কথা বলে মূলত মালিকপক্ষ কারখানাটি বন্ধ করতে চাইছে। তাই তারা কারখানা স্থানান্তরের আগে বকেয়া দুই মাসের বেতন চান।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গতকাল অনেক বুঝিয়ে তাদের সড়ক থেকে উঠিয়ে দেওয়া হয়। আজও তারা একই দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Link copied!