• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

দুপুর ৩টায় একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ১০:৩৬ এএম
দুপুর ৩টায় একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

অমর একুশে বইমেলা ২০২৩ শুরু হচ্ছে বুধবার। দুপুর ৩টায় বাংলা একাডেমিতে এই বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে মাসজুড়ে। এবার বেড়েছে নতুন প্রকাশক ও স্টলের সংখ্যা।

মেলার আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর মেলায় অংশ নিচ্ছে ৬০১টি প্রতিষ্ঠান। গত বছর তা ছিল ৫৩৪। গত বছর মেলায় স্টল ছিল ৭৭৬টি। এবার স্টলসংখ্যা ৯০১। অর্থাৎ স্টল বেড়েছে ১২৫টি। গত বছর প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৩৫টি। এবার প্যাভিলিয়ন হচ্ছে ৩৮টি।

এবারও বইমেলা হচ্ছে দুটি প্রাঙ্গণে। একটি অংশ থাকছে সোহরাওয়ার্দী উদ্যানে। এখানেই মূলত বইয়ের স্টলগুলো থাকছে। আরেকটি অংশ থাকছে বাংলা একাডেমি প্রাঙ্গণে।

Link copied!