• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৯


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ০৭:৩৭ পিএম
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৯
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতে ৯ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১ জন ও ঢাকার বাইরে ২৩ জন।

চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৮৫ জন। এর মধ্যে ঢাকায় ২৮৭ জন ও ঢাকার বাইরে ৪৯৮ জন। এ সময়ের মধ্যে ৬২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ২২১ জন ও ঢাকার বাইরে ৪০৪ জন।

বর্তমানে সারা দেশে ১৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৫৯ জন ও ঢাকার বাইরে ৯০ জন।

চলতি বছরের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

Link copied!