• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ০৮:২৭ পিএম
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৯ জন।

রোববার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগী ৪৫৯ জন। তাদের মধ্যে ৮৬ জন ঢাকার, ৩৭৩ জন অন্যান্য বিভাগের। বর্তমান দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে দুই হাজার ২৯১ রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৫৮০ জন, আর বাকি এক হাজার ৭১১ জন ঢাকার বাইরে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন লাখ ১৭ হাজার ২৩২ জন। এ সময়ের মধ্যে তিন লাখ ১৩ হাজার ২৮০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

Link copied!