• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪, ০৭:০০ পিএম
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮ জন ভর্তি হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হওয়াদের মধ্যে ঢাকায় ছয়জন ও ঢাকার বাইরে ১২ জন। এসময় ২১ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় তিনজন ও ঢাকার বাইরে ১৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জন মারা গেছেন।

চলতি বছরের ১৯ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮২১ জন। এর মধ্যে ঢাকায় ২৯৮ জন ও ঢাকার বাইরে ৫২৩ জন। এ বছর এ পর্যন্ত ৬৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৩২ জন ও ঢাকার বাইরে ৪২৯ জন।

বর্তমানে সারা দেশে ১৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৫৯ জন ও ঢাকার বাইরে ৮৮ জন।

Link copied!