• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
কবিতা

রাইজ অব দ্য মেশিনস


আন্দালীব
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ১২:০২ পিএম
রাইজ অব দ্য মেশিনস

যদি দেখ অ্যালগরিদমের দম  
রিদম 
ধুকপুক করছে থেকে-থেকে 
স্তব্ধপ্রায় যন্ত্রের হৃৎপিণ্ডে, 
কব্জির শিরা কাটতেই 
গড়িয়ে নামছে সিনথেটিকের ব্লাড।

একটা ধীর ও দ্বিমাত্রিক 
ছবি আঁকবার অপরাধে 
তোমার চাকরি খেয়ে নিচ্ছে যারা 
তাদেরই নাম বোঝা গেল 
কৃত্রিম বুদ্ধিমত্তা।

তুমি যতোখনে 
একজোড়া স্তন আঁকা শেষ করলে 
ততোখনে সে হয়ত 
ভেদ করে এসেছে 
অ্যাস্ট্রোফিজিক্সের বিপুলা রহস্য, 
নক্ষত্রধূলি, আন্ড্রোমিডার 
দুধসাদা তলপেট।

ফলত জৈব পরিচয়ের এই রাতে 
দৈবচয়নের সাথে 
বেছে নিতে পার যদি সঙ্গীকে— 
দেখবে তোমাকে চালাচ্ছে আসলে 
নিরাসক্ত কিছু মেশিন।

জানবে তোমার জন্মেরও বহু আগে 
তোমাকে জন্ম দিয়ে রেখেছিল 
যেই অকৃতবীর্য হিজড়েরা 
তাদেরই হাতে আজ রাজদণ্ড।

তোমাকে অহেতুক 
কিনে রেখেছে তারা 
ক্রিপ্টোকারেন্সিতে, 
যে কোনো প্রকারের দাসপ্রথা ছাড়া।

Link copied!