• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
কবিতা

এই যুদ্ধকালে


মুক্তি মণ্ডল
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ১২:০৩ পিএম
এই যুদ্ধকালে

বিড়ালের প্রতি মুগ্ধতা
বাড়ছে মানুষের
অপরদিকে, অপ্রাসঙ্গিক উড়ছে গুলির শব্দ
আকাশে বাতাসে
স্মৃতির ভিতরও জমা হচ্ছে
গুলির শব্দ
পরিত্যক্ত পর্যায়ে চলে যাচ্ছে 
মানুষের প্রতি মানুষের প্রগাঢ় মুগ্ধতা 
রোদ ফলকে ভেসে উঠছে শুধু
জীবন ক্ষয়ের গল্প 
গোপন আত্মক্ষরণ 
তারপরও, নতুন চরের মতো আশ্রয় দাও
দাও সূর্য লটকানো তারাদের প্রেম 
সযতনে রেখে দাও চিন্তার ভিতর 
ঘরহারা মানুষের নোলক হারানো শোক
অপুষ্ট শিশুর হাসি 
এক একটা গুলির শব্দ

অপূর্ণ তৃষ্ণার তীরে আমার ধর্ম অবিনাশী 
তাকে প্রশ্রয় দাও
তাকে দিও না বধির বাসনার তরী 
তাকে গুম করে রাখো চিরকাল

মস্তিষ্কের এক কোণে মাথা নিচু করে আছি
আছে অনেক গুপ্তঘাতক
তাদের আছে কুটকৌশল, যুদ্ধযান
তবু দুয়ার খুলে রাখি 
দেখি সর্বস্বান্ত মানুষ, হাত ঘড়ি
দেখি রক্তের দাগে নেচে ওঠা ফুলের পাপড়ি

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!