• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

অন্যদের তুলনায় আপনার বেশি গরম লাগে কেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪, ০৫:১৩ পিএম
অন্যদের তুলনায় আপনার বেশি গরম লাগে কেন?
কিছু লোক আছে যাদের অন্যের তুলনায় বেশি গরম লাগে পারে। ছবিঃ সংগৃহীত

বাংলা নতুন বছর এসেছে, এসেছে গরমকে সঙ্গে নিয়ে। সামনে আরও বাড়তে পারে গরম। দিন দিন গরমের তীব্রতা বাড়ছে। গরমের দিনে গরম তো লাগবেই তবে সবার অনুভূতির তীব্রতা এক হয় না। মানুষ উষ্ণ রক্তযুক্ত এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, তবে কিছু লোক আছে যাদের অন্যের তুলনায় বেশি গরম লাগে পারে। এটি বিভিন্ন কারণে হতে পারে। চলুন দেখে নেওয়া যাক অন্যের তুলনায় আপনার কেন বেশি গরম লাগে-

  • চা, কফি এবং অ্যালকোহল যে মানুষ বেশি গ্রহণ করবে তার অতিরিক্ত গরম লাগবে। আবার অতিরিক্ত মসলা দেওয়া খাবার বা অতিরিক্ত ঝাল খাবার খেলেও আপনার বেশি গরম লাগতে পারে।
  • গবেষণায় দেখা গেছে, যাদের শরীরে বেশি ফ্যাট আছে তারা অন্যদের তুলনায় বেশি গরম বোধ করতে পারে। কারণ অতিরিক্ত ফ্যাট শরীরকে উত্তপ্ত করে, যেহেতু এটি পোশাকের অতিরিক্ত স্তরের মতো কাজ করে।
  • মানসিক চাপ অতিরিক্ত গরম লাগার কারণ। যে বেশি মানসিক চাপে থাকেন, তিনি অতিরিক্ত গরম অনুভব করতে পারেন। তার অতিরিক্ত ঘামও হতে পারে।
  • গর্ভকালীন সময়, মেনোপজের সময় নারীদের পুরুষের তুলনায় বেশি গরম বোধ হতে পারে। বিশেষজ্ঞের মতে, তারা নির্দিষ্ট হরমোনের পরিবর্তনের কারণেই এমনটা হয়।
  • থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে গেলেও আপনার গরম বেশি লাগতে পারে।
  • বেশি বয়সী ব্যক্তিরাও গরমে বেশি কষ্ট পান।
  • হৃদ্‌রোগ এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ, হরমোন জাতীয় ওষুধ, অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও অতিরিক্ত গরম অনুভব করার সমস্যা দেখা দিতে পারে।
Link copied!