• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

খেজুরের কেক তৈরিতে যা যা লাগবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ১০:১২ এএম
খেজুরের কেক তৈরিতে যা যা লাগবে

সবেমাত্র রমজান মাস শেষ হলো। সারা বছর পাওয়া গেলেও এখন বাজারে খেজুর পাওয়া যাবে প্রচুর। এই খেজুর দিয়েই কেক বানিয়ে ফেলুন ঈদের দিনে বিকেলের নাস্তায়। চলুন তবে রেসিপিটি জেনে নিই—

যা যা লাগবে

  • বীজ ছাড়ানো খেজুর ১কাপ
  • চিনি গুঁড়া ৭ টেবিল চামচ
  • মাখন ৩ টেবিল চামচ
  • ময়দা আধা কাপ
  • সুজি আধা কাপ
  • ভ্যানিলা এসেন্স ৩ ফোঁটা
  • বেকিং সোডা ২ চিমটি
  • দুধ ২০০ গ্ৰাম
  • খেজুর কুচি ৫টি
  • ড্রাই ফ্রুটস ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

দুধ ও খেজুর একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটি পাত্রে খেজুরের মিশ্রণ ঢেলে তাতে মাখন, সুজি, ময়দা, চিনি গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটি মাইক্রোওয়েভ পাত্রে মাখন মাখিয়ে তাতে মিশ্রণ ঢেলে উপরে ড্রাই ফুড ও খেজুর কুচি দিয়ে দিন। এবার খেজুরের মিশ্রণসহ পাত্রটি হাই হিটে মাইক্রোওয়েভ ওভেনে ৮ মিনিট বেক করে নিলেই তৈরি খেজুরের কেক। এরপর বের করে কেটে পরিবেশন করুন।

Link copied!