• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

চুলে কন্ডিশনার ব্যবহারের সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৪:০৭ পিএম
চুলে কন্ডিশনার ব্যবহারের সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
অন্তত ১০ থেকে ১৫ মিনিট কন্ডিশনার লাগিয়ে রাখলে ভালো। ছবি : সংগৃহীত

অনেকেই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলে যান। এর ফলে চুল রুক্ষ হয়ে যায়, চুল পড়ার সমস্যাও কয়েক গুণ বেড়ে যায়। তবে কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি ভুল এড়িয়ে চলা জরুরি।

১) চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে নিয়ম মেনে। চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার বাছাই করতে হবে। এ ছাড়া চুলে কতক্ষণ কন্ডিশনার লাগিয়ে রাখবেন, সেটাও জানা জরুরি। মিনিটখানেক রেখে ধুয়ে ফেললে চলবে না। অন্তত ১০ থেকে ১৫ মিনিট কন্ডিশনার লাগিয়ে রাখলে ভালো।

২‌) চুলের গোড়ায় কিংবা মাথার ত্বকে ভুলেও কন্ডিশনার ব্যবহার করবেন না। এতে মাথার ত্বক তৈলাক্ত হয়ে পড়ে। চুলের মাঝ বরাবর থেকে ডগা পর্যন্ত কন্ডিশনার ব্যবহার করুন।

৩) অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করলেই চুলের স্বাস্থ্য ভালো হবে এমনটা নয়। চুল কতটা লম্বা সেই অনুযায়ী পরিমাণ মতো কন্ডিশনার ব্যবহার করুন। চুলে বেশি মাত্রায় কন্ডিশনার লাগালে মাথার ত্বক বেশি তৈলাক্ত হয়ে পড়বে। ফলে চুল ঝরার সমস্যা বেড়ে যেতে পারে।

Link copied!