বন্ধুর বিয়েতে অংশ নিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে এক নারী স্কটল্যান্ডে যান। সেখানে পৌঁছে জানতে পারেন ভুল ভেন্যুতে গেছেন তিনি।
খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আরতি মালা নামের সেই নারী উড়োজাহাজে ১২ ঘণ্টা ভ্রমণ করে ওয়াশিংটন থেকে স্কটল্যান্ডে পৌঁছান। এরপর তিনি ট্যাক্সি নিয়ে গ্লাসগোতে তার বন্ধু গৌরভের বিয়ের ভেন্যুতে যান। কিন্তু ‘পোল্লোকশস বার্গ হল’ নামক ভেন্যুতে পৌঁছে দেখতে পান সেখানে কাইথলিন ও স্টিভেন নামক অপরিচিত দুইজনের বিয়ের অনুষ্ঠান হচ্ছে।
আরতি যখন বুঝতে পারেন তিনি ভুল ভেন্যুতে চলে গেছেন। তখন তিনি কিছু মজার মুহূর্ত ধারণ করার সিদ্ধান্ত নেন। তার ধারণ করা ভিডিওতে দেখা যায়, কনের ভাই তাকে বলছে, “আপনি ভুল বিয়েতে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে স্কটল্যান্ড এসেছেন?” তখন আরতি হাসতে হাসতে উত্তর দেন, “হ্যা, সত্যিই তাই।”
পরে আরতি উবার ডেকে নিয়ে তার বন্ধু গৌরভের বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। আরতি জানায়, মূলত দুই ভেন্যুর নামের মিলের জন্য এই ঘটনা ঘটেছে।