• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৮ মুহররম ১৪৪৬

গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৯:২৮ পিএম
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া এই চারজনের মধ্যে রয়েছেন দুজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। 

রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা পৃথক চারটি প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়।

বরখাস্তকৃতদের একজন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম রুহানী, যিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভাই।

প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩(গ) ধারা এবং ১২ উপবিধি (১) অনুসারে এ ঘটনাকে পলায়নের অপরাধ হিসেবে ববেচনা করা হয়েছে এবং তাকে ওই তারিখ থেকে বরখাস্ত করা হয়েছে।

একইভাবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকতের বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ রয়েছে। তিনি ২০২৪ সালের ২৫ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি চাকরি বিধিমালার আওতায় তাকেও বরখাস্ত করা হয়েছে।

অপরদিকে, ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম রুহানী ২০২৪ সালের ১১ আগস্ট থেকে এবং ঢাকা মহানগর ট্রাফিকের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধেও একই বিধিমালার আওতায় পলায়নের অভিযোগে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অনুমতি ছাড়া নির্দিষ্ট সময়ের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি চাকরি আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা চাকরি থেকে পলায়নের শামিল। এজন্য আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারি চাকরিজীবীদের শৃঙ্খলা নিশ্চিত করতে এবং পেশাগত দায়বদ্ধতা বজায় রাখতে সরকার এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Link copied!