ভারতের কর্ণাটকের গোকর্ণের রামতীর্থ পাহাড়ের একটি গুহা থেকে দুই সন্তানসহ এক রুশ নারীকে উদ্ধার করা হয়েছে। ‘আত্মিক প্রশান্তি ও ধ্যানের’ জন্য তিনি রাজ্যের উত্তর কান্নাডা জেলায় অবস্থিত ওই গুহায় ছিলেন। শনিবার স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
রুশ ওই নারীর নাম নিনা কুতিনা ওরফে মোহি। তার বয়স ৪০ বছর। ব্যবসায়িক ভিসায় তিনি রাশিয়া থেকে ভারতে এসেছিলেন। এরপর গোয়া হয়ে কর্ণাটকের গোকর্ণ শহরে বসবাস শুরু করেন। এ সময় হিন্দুধর্ম ও ভারতের আধ্যাত্মিক রীতিনীতির প্রতি আকৃষ্ট হন নিনা।
নিনা কুতিনার দুই সন্তানের নাম প্রেয়া (৬) ও অমা (৪)। পুলিশ জানিয়েছে, দুই সপ্তাহ ধরে ওই গুহায় ‘পূজা’ ও ধ্যান করে দিন কাটাচ্ছিলেন নিনা। প্রকৃতির মধ্যে আত্মিক শান্তি খুঁজছিলেন তিনি। এরই মধ্যে শুক্রবার নিয়মিত টহলের সময় ওই গুহার বাইরে পোশাক ঝোলানো অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা। এরপর সেখানে গিয়ে নিনা ও তার দুই সন্তানের খোঁজ পাওয়া যায়।
উত্তর কান্নাডার পুলিশ সুপার এম নারায়ণ পিটিআইকে বলেন, ‘এই নারী ও তার সন্তানেরা কীভাবে জঙ্গলের মধ্যে ছিলেন এবং কী খেয়েছিলেন, তা বেশ বিস্ময়কর। সৌভাগ্যক্রমে জঙ্গলে থাকার সময় তার বা শিশুদের কারও সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ২০১৭ সালে রাশিয়ার ওই নারীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি কত দিন ধরে ভারতে আছেন, তা জানা যায়নি। উদ্ধারের পর তাকে একটি আশ্রমে রাখার ব্যবস্থা করা হয়েছে। ভারতে রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাকে রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।