• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

খুশকি দূর করার প্রাকৃতিক উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৫:০৪ পিএম
খুশকি দূর করার প্রাকৃতিক উপায়

মাথায় খুশকির সমস্যায় ভোগেন না, এমন মানুষ পাওয়া মুশকিল। শারীরিক বিভিন্ন সমস্যার কারণে হোক অথবা বাইরের ধুলোবালি থেকে হোক, খুশকি হওয়াটা খুব স্বাভাবিক একটি বিষয়। তবে এটি খুবই অস্বস্তিকর ব্যাপার। চুল পড়া, ত্বকের রুক্ষতা, বিশেষ করে শীতের সময় চুল ও মাথার ত্বক আর্দ্র রাখা খুবই মুশকিল। জেনে নিন খুশকির দূর করার কিছু টিপস—

১) নারকেল তেল 
নারকেল তেল খুশকির প্রকোপ কমাতে খুবই কার্যকরী। এ ছাড়া চুলের গোড়া ময়েশ্চারাইজ করে খুশকি এবং ইনফেকশনের সম্ভাবনাও অনেক কমিয়ে দেয়। এছাড়া সপ্তাহে দু’বার চুলের গোড়ায় নারকেল তেল মালিশ করলে দ্রুত উপকার পাওয়া যায়।

২) পেঁয়াজের রস 
দুটো পেঁয়াজ ভালো করে বেঁটে এক মগ জলে মিশিয়ে মাথায় এই রস ভালো করে লাগিয়ে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দু’বার পেঁয়াজের রস মাথায় মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাওয়া যাবে।

৩) টকদই
খুশকি দূর করতে টকদই মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন। 

৪) লেবুর রস
দুই টেবিল-চামচ লেবুর রস অল্প জলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ২ থেকে ৫ মিনিট ম্যাসাজ করার পর চুল ধুয়ে নিন। সপ্তাহে দু’বার এইভাবে চুলে লেবু ব্যবহার করুন।

৫) রিঠা
চুলের সৌন্দর্য বাড়াতে রিঠার জুরি নেই। খুশকির সমস্যার সমাধানেও এটি বেশ কার্যকর। রিঠা পাউডার বা রিঠা সিদ্ধ জল চুলের ত্বকে লাগিয়ে ঘণ্টা খানেক রেখে ভালো করে ধুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহে দু’বার রিঠা মাথায় মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাবেন।

৬) মেথি
মেথি সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে ভালো করে বেটে নিন। ছেঁকে নেয়া জল ফেলে দেবেন না। এবার বেটে নেয়া মেথি চুলের গোঁড়ায় মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। ঘণ্টা খানেক রেখে চুল ভালো করে ধুয়ে ফেলুন। চুল ধোয়ার পর মেথি ভিজিয়ে রাখা জল দিয়ে আরও একবার চুল ধুয়ে নিন। এ ভাবে সপ্তাহে দু’বার মেথি-মালিশ করুন।

Link copied!