• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

চিকেন কাবাব তৈরি করুন ঘরে বসেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১০:৩০ এএম
চিকেন কাবাব তৈরি করুন ঘরে বসেই

কাবাব খেতে সবাই পছন্দ করেন। চিকেন কাবাব তাহলে তো আর কথায় নেই। যদিও রেস্টুরেন্ট থেকেই কমবেশি সবাই কাবাব কিনে খান, তবে চাইলে কিন্তু ঘরেও তৈরি করা যায়  রেস্টুরেন্ট  স্টাইলের সুস্বাদু কাবাব।


উপকরণ

১. বোনলেস মুরগির মাংস আধা কেজি।
২. টকদই আধা কাপ।
৩. ছাতু ২-৩ টেবিল চামচ।
৪. গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ।
৫. গরম মসলার গুঁড়া ১ চা চামচ।
৬. মরিচের গুঁড়া ১ টেবিল চামচ।
৭. কাবাব মশলা ১ টেবিল চামচ।
৮. কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ।
৯. আদা-রসুন বাটা ২ টেবিল চামচ।
১০. ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ।
১১. সরিষার তেল ২ টেবিল টামচ।
১২. লবণ স্বাদমতো।
১৩. কাঠি বা শিক ৫টি।
১৪. কয়লা ১ টুকরো।

পদ্ধতি

মুরগির মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে পিষে বা ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে ওই মিশ্রণ নিয়ে একে একে টকদই, ছাতু, গোলমরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, কাবাব মসলা, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিন।

Link copied!