আমাদের রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান হলো পেঁয়াজ। এটি শুধু খাবারকে সুস্বাদুই করে না, সেইসঙ্গে চুলের যত্নেও কাজে লাগে। নতুন চুল গজানো থেকে শুরু করে মাথার ত্বকের সংক্রমণ রোধ করতেও ব্যবহার করা হয় পেঁয়াজের রস। পেঁয়াজে থাকা ফলিক অ্যাসিড, ভিটামিন সি এবং সালফার চুল ভেঙে যাওয়া, পাতলা হওয়া, মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। তাই বর্ষায় মাথার ত্বকের সংক্রমণ রোধে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন-
প্রথমে ব্লেন্ডারে মিহি করে পেঁয়াজ বেটে নিন। এবার ছাকনিতে পেঁয়াজ বাটা ঢেলে দিয়ে ছেঁকে রস বের করে নিতে হবে।
তারপর তুলোতে ভিজিয়ে পেঁয়াজের রস মাথার ত্বকে মেখে নিন। তবে মাথার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয়, তা হলে আগে শ্যাম্পু করে নিতে হবে। ভিজে চুলে পেঁয়াজের রস মাখা যাবে না। তাই ভাল করে শুকিয়ে নিতে হবে। পেঁয়াজের রস মাখার পর অন্ততপক্ষে আধ ঘণ্টা মাথায় রাখুন। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার মেখে নিলেই কাজ শেষ। পেঁয়াজের ঝাঁজ এবং গন্ধ যদি সহ্য করতে পারেন, তা হলে সারা রাত রেখে দিতে পারেন। এতে ভালো উপকার পাবেন।