নিয়মিত চুল পরিষ্কার করেও মিলছে না সমাধান। চুলে তেল দিয়েও কমছে না চুল পড়া। কতকিছুই না চেষ্টা করেছেন। কিন্তু ভেবেছেন কেন সমাধান পাচ্ছেন না? চুল পড়ছে, খুশকি হচ্ছে। এর কারণ কী হতে পারে। ভেবে দেখুন তো, আপনি যে চিরুনি দিয়ে প্রতিদিন চুল আচড়াচ্ছেন তা কতটুকু উপকার দিচ্ছে। আবার নিয়মিত চুলে চিরুনির ব্যবহার হচ্ছে কিনা, তাও কি খেয়াল করেছেন?
চুল পড়া রোধ করতে চাইলে এসব বিষয় নিয়ে ভাবতে হবে। কারণ চিরুনির দিকে খেয়াল করলেই চুলের সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাই চুলে চিরুনি ব্যবহার নিয়মিত করতে হবে। প্রতিদিন অন্তত দুই থেকে তিনবার চুল আঁচড়ে নিতে হবে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুল না আঁচড়ালে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায় না। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন হয় না। এতে চুলের ক্ষতি হয়। নিয়মিত চুল আঁচড়ালে ময়লা, তেল পরিষ্কার হয়। তবে চিরুনিতে ময়লা আটকে থাকে। সেই চিরুনি ধুয়ে ব্যবহার করতে হবে। ময়লা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে তা পড়া বেড়ে যাবে।
ময়লা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে দুর্গন্ধও হতে পারে। চুলের জেল্লা হারায়। খুশকি ও উকুন হওয়ার শঙ্কা বাড়ে। যা চুল পড়ার অন্যতম কারণ। তাই সপ্তাহে অন্তত দুইবার চিরুনি পরিষ্কার করতে হবে।
শুধু তাই নয়, চিরুনি সঠিকভাবে পরিষ্কারও করতে হবে। নয়তো চিরুনির জমে থাকা ময়লা থেকে মাথার ত্বকে সংক্রমণ ছড়াতে পারে। চিরুনি পরিষ্কারের জন্য শ্যাম্পু ব্যবহার করতে পারেন। শ্যাম্পুতে চিরুনি ডুবিয়ে রাখতে হবে। এরপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। চিরুনিতে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও টিস্যু পেপার ভিজিয়ে চিরুনি উপর-নীচে ঘষলেও ময়লা পরিষ্কার হয়ে যাবে।
পাশাপাশি চিরুনির ধরণ সম্পর্কেও সচেতন হতে হবে। বিশেষজ্ঞরা জানান, প্লাস্টিকের তৈরি চিরুনি বেশি ব্যবহৃত হলেও চুলের জন্য তা খুব একটা ভালো হয় না। বরং কাঠের তৈরি চিরুনি ব্যবহারে অধিক উপকার পাওয়া যায়।
এছাড়াও আরও কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। যেমন_
· ভেজা চুল কখনোই আঁচড়ানো যাবে না। বড় ও ফাঁকা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিতে হবে।
· ব্যাডল ব্রাশ মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এই ব্রাশটি মাঝারি থেকে লম্বা চুলের জন্য সবচেয়ে ভালো।
· র্যাটেইল চিরুনি লম্বা হাতলের হয়। চিকন এই চিরুনি চুলে সিঁথি, চুল ফোলানোর স্টাইল করা যায়। তাই শুধুমাত্র চুলের স্টাইল করতেই এই চিরুনি ব্যবহার করতে হবে।
· চুল ঘন হলে সিনথেটিক ব্রিসল ব্রাশ ব্যবহার করুন। এটি নাইলন দিয়ে তৈরি হয়।
· ডিম্বাকৃতির বা গোলাকৃতির কুইল ব্রাশ মাথার ত্বক ম্যাসাজ করে এবং চুলের ন্যাচারাল অয়েল মাথায় ছড়িয়ে দিতে সাহায্য করে।
· ভেজা চুল শুকানোর জন্য ভেন্টেড ব্রাশ ব্যবহার করুন। এই ব্রাশে চুল ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়া রোধ করে।
· পিন ব্রাশ ধাতব পিনযুক্ত ডিম্বাকৃতির চিরুনি। ধাতব পিনগুলো ঘন চুলের ভিতর পর্যন্ত প্রবেশ করে। তাই এটি কার্লি চুলের জন্য উপকারী।