এ গ্রহের শীর্ষ ধনীদের একজন বিল গেটস। তার কোম্পানি ‘মাইক্রোসফট’ বদলে দিয়েছে কম্পিউটার বিষয়ক ধারণা। যাকে ছাড়া অসম্পূর্ণ শতাব্দীর প্রযুক্তির ইতিহাস। নিয়মিতই আলোচনায় থাকেন বিল। সংবাদমাধ্যমও তার পিছু ছাড়ে না।
এবার এই ‘টেকগুরু’ শিরোনাম হয়েছেন খিচুড়ি রান্নার কারণে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেখা গেছে ভারতের রাজনীতিবিদ ও বিনোদন ব্যক্তিত্ব স্মৃতি ইরানির সঙ্গে।
সোমবার (৬ মার্চ) স্মৃতি নিজের টুইটারে বিল গেটসের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, বিল গেটসকে খিচুড়ি রাঁধতে শেখাচ্ছেন তিনি। কড়াইতে তেল ঢাললেন স্মৃতি। এরপর গরম তেলে ফোড়ন দিলেন বিল গেটস। পরে সে ফোড়ন খিচুড়ির ওপর ঢালেন বিল। এরপর খিচুড়ি চেখেও দেখেন বিল গেটস।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও বিস্তৃতির পর নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। কেউ এ খিচুড়ির নাম দিয়েছেন ‘মাইক্রোসফট খিচুড়ি’। অনেকে আবার স্মৃতি ইরানির প্রশংসা করেছেন ভারতীয় রান্না বিশ্ব পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য।