• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

সংক্রমণ রোধে মেঝে পরিষ্কারের কথা ভুলবেন না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০১:২০ পিএম
সংক্রমণ রোধে মেঝে পরিষ্কারের কথা ভুলবেন না

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নও থাকতে বলেছেন বিশেষজ্ঞরা। ঘরের জানালা, মেঝে সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এতে রোগীর সুস্থতা দ্রুত হয়। সেই সঙ্গে সংক্রমণের শঙ্কাও কমে।

প্রতিদিন ঘরের মেঝে পরিষ্কার করে নিচ্ছেন। তবু মেঝেতে অপরিষ্কার ভাব থেকে যাচ্ছে। তাছাড়া টাইলস, মার্বেল পাথর কিংবা মোজাইক করা মেঝে একটু  অপরিষ্কার হলেই বেশ অস্বাস্থ্যকর মনে হয়। খেয়াল রেখে সঠিকভাবে মেঝে পরিষ্কার করুন প্রতিদিন।

  • ঘরের মেঝে পরিষ্কারের সময় পানিতে স্যাভলন বা ডেটল মিশিয়ে নিন। রোগজীবাণু ধ্বংস হবে।
  • ভেজা কাপড় দিয়ে মেঝে মোছার পর আরেকটা শুকনো কাপড় দিয়ে আবারও ভালো করে মুছে নিন।
  • প্রতিদিন ফ্লোর ক্লিনার ব্যবহার করবেন না। মাঝে মাঝে ঘর মোছার পানিতে সামান্য ভিনিগারও মিশিয়ে নিতে পারেন। এতে মেঝের নোংরা ভাব ও জীবাণু দূর হবে।
  • ঘরের মেঝে পরিষ্কারের সময় সুতির কাপড় ব্যবহার করুন। মোছার পর সেই কাপড় অবশ্যই সাবান পানিতে ভালোভাবে ধুয়ে নেবেন।
  • একই পানিতে বাড়ির সব কটি ঘর মুছবেন না। বারবার পানি পাল্টে নিন। প্রয়োজনে কাপড়টিও ধুয়ে নিন। এতে এক ঘরের জীবাণু অন্য ঘরে যাবে না।
  • পানিতে নিমপাতা ফুটিয়ে তা দিয়ে ঘর মুছে নিতে পারেন। এতে পোকামাকড়ের সংক্রমণ কমে যাবে। মশার উপদ্রবও কমবে।
  • বাড়ির মেঝেতে স্যানিটাইজার স্প্রে করুন। তা শুকানো পর্যন্ত কাউকে মেঝেতে নামতে নেবেন না।
  • ঘরের মেঝেতে বাইরের স্যান্ডেল বা জুতো ব্যবহার করবেন না।
Link copied!