• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

নেপালে বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৩৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০২:১২ পিএম
নেপালে বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৩৩

বন্যা ও ভূমিধসে গত সপ্তাহে নেপালে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। নেপালের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ভূমিধস ও বন্যার ফলে শত শত ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ওই অঞ্চলে এখনো নিখোঁজ আছেন ২২ জন। তাছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অবিরাম বৃষ্টিপাতের ফলে পাহাড়ি অঞ্চলটিতে উদ্ধারকাজ পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে। নেপাল পুলিশ জানিয়েছে, পুলিশ অফিসাররাও মাঠে আছেন। তারা উদ্ধারকাজে সহায়তার জন্য একটি হেলিকপ্টার ব্যবস্থা করতে পেরেছেন।

নেপালের জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে,  প্রবল বৃষ্টিপাতের ফলে অঞ্চলটির কার্নালি নদীর উচ্চতা বেড়ে গেছে প্রায় ৩৯ ফুট। ফলে নদীর ওপরে থাকা অনেকগুলো ঝুলন্ত ব্রিজ স্রোতের তোড়ে ভেসে গেছে।

নেপাল সরকারের পক্ষ থেকে হেলিকপ্টারে করে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ত্রাণকার্য পরিচালনা করছে জাতিসংঘের মানবিক সংস্থাগুলোও।

নেপালে বর্ষাকাল প্রায় শেষের দিকে। এ বছর বৃষ্টিজনিত কারণে দেশটিতে মারা গেছেন প্রায় ১১০ জন।

Link copied!