• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

করোনায় বাড়ে শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি: গবেষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৭:৫৪ পিএম
করোনায় বাড়ে শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি: গবেষণা

উপসর্গ না থাকলেও শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে করোনা সংক্রমণ। গবেষণায় দেখা গেছে, প্রাথমিক ভাবে কোনও শারীরিক সমস্যা দেখা না গেলেও পরে দেখা দিচ্ছে নানাবিধ জটিলতা।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, করোনার কারণে শিশুদের মধ্যে বাড়ছে ডায়াবিটিসের ঝুঁকি।

টাইপ ১ ও টাইপ ২ দুই ধরনের ডায়াবিটিসেই আক্রান্ত হচ্ছে শিশুরা। যুক্তরাষ্ট্রজুড়েই এই একই লক্ষণ দেখা গেছে।

এর আগে করোনা আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ডায়াবিটিসের আশঙ্কা বাড়ে এমন তথ্য বেরিয়ে আসে একাধিক গবেষণায়। তবে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এবারই প্রথম এমন আশঙ্কার কথা জানালেন গবেষকরা।

২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত শিশুদের নিয়ে এই সমীক্ষা চালায় সিডিসি। এতে দেখা যায় পরীক্ষায় শিশুদের সংক্রমণ ধরা পড়লে উপসর্গ দেখা না গেলেও তাদের বড় ধরণের স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে।

পরীক্ষায় দেখা যায় যেসব শিশুদের মধ্যে আগে কখনও ডায়াবিটিসের কোনও লক্ষণ ছিল না করোনা আক্রান্ত হওয়ার পর তাদের মধ্যেও ডায়াবেটিসের বিভিন্ন লক্ষণ দেখা দিচ্ছে।

করোনা আক্রান্ত শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেশি বলে দাবি করছেন সিডিসির গবেষকরা। তাই আক্রান্ত হওয়ার পর আগামী দিনগুলোতে শিশুদের ডায়াবেটিসের লক্ষণ দেখা দিচ্ছে কি না সেদিকে খেয়াল রাখতে অভিভাবকদের পরামর্শ দেন তারা।

Link copied!